চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি এলাকায় শ্যালোমেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
বুধবার (৪ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রূপায়ন দেব এ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ বালু উত্তোলনের শ্যালোমেশিন ও পাইপ জব্দ করা হয়। অভিযানে থানা পুলিশ, আনসার ও বন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রূপায়ন দেব বলেন, খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি এলাকায় অবৈধ বালির পয়েন্ট থেকে শ্যালোমেশিন বসিয়ে বালু উত্তোলন করছিল কতিপয় বালুদস্যু। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর বুধবার দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনের মেশিন ও পাইপ জব্দ করে সেগুলো বনবিভাগের রেঞ্জারের জিম্মায় তুলে দেয়া হয়। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসি ল্যান্ড রূপায়ন দেব।
জানা গেছে, কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি ছড়াখালে শ্যালোমেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন স্থানীয় নুরুল ইসলাম নামে একটি চক্র। এ অবস্থার কারণে ছড়াখালের আশপাশের গ্রামের বসতবাড়ি গুলো ভাঙ্গন আতঙ্কে সম্মুখীন হচ্ছিল। াশাপাশি ট্রাক-ডাম্পার গাড়িতে করে বালু পরিবহনের ফলে স্থানীয় সড়ক-উপসড়ক ভেঙে যাচ্ছে।