চট্টগ্রামের গীতিকার, সুরকার, কণ্ঠ ও অভিনয় শিল্পীদের সমন্বিত সংগঠন খিড়কি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে দক্ষিণ হালিশহর নিউমুরিং এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের আহব্বায়ক বাবুল হক। এসময় উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি, নাট্য অভিনেতা আলী নেওয়াজ, গীতিকার হারুনুর রশিদ হারুন, গীতিকার মাসুদ খান খোকন, গীতিকার মোস্তফা সাগর, কণ্ঠশিল্পী রেশমী আক্তার, মডেল বাবুল মিয়া, কণ্ঠশিল্পী ফারুক হাসান, কণ্ঠশিল্পী রিদুওয়ান ও অভিনয় শিল্পী উজ্জ্বল দাশ, কণ্ঠশিল্পী ইসহাক। সংক্ষিপ্ত বক্তব্যে বাবুল হক বলেন, সমাজের সকলকে খালি ও পরিত্যক্ত জায়গায় ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করতে হবে। বিজ্ঞপ্তি