খাল থেকে নারীর লাশ উদ্ধার ঘটনায় স্বামী গ্রেপ্তার

2

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে উদ্ধার অজ্ঞাত নারীর মরদেহ শনাক্ত হয়েছে। তার নাম দিলরুবা বেগম পীপা। মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী আব্দুল আলিম আলমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সামসুল আলমের পুত্র। তিনি সপরিবারে নগরীর লাভ লেইনের আবেদীন কলোনিতে বসবাস করতেন।
জানা গেছে, পীপার লাশ শনাক্ত হওয়ার পর ভাই সেলিম উল্লাহ বাদী হয়ে ভগ্নিপতির বিরুদ্ধে হত্যা মামলা করেন। তাদের বাড়ি বাকলিয়া থানাধিন পূর্ব বাকলিয়া, আব্দুল লতিফ হাটের আব্দুল্লাহ সওদাগর বাড়ি। তাদরে পিতা হাজী মো. মহসিন।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে শিকলবাহা খাল থেকে নারীর লাশ উদ্ধারের পর মর্গে প্রেরণ করা হয়। সেখানে স্বজনরা লাশ শনাক্ত করেন। এরপর মামলা দায়ের করেন।
মামলার বাদী সেলিম উল্লাহ জানান, পীপা একজন গৃহিনী। ২০১০ সালে আলমের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে আরশী আকতার (১৩) ও আজুয়া (৯) নামে দুই সন্তান আছে। বিয়ের পর থকে তাদের সংসারে শান্তি ছিল না। আলম গত ২৭ অক্টোবর পীপাকে সাথে নিয়ে বের হন। এরপর তিনি পীপার নিখোঁজের কথা জানান। লাশ উদ্ধারের পর মামলা করা হয় এবং আলমকে পুলিশ গ্রেপ্তার করে।