ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীতে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ কিশোর আবদুল্লাহ তাহের তামিমের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত রবিবার বিকেল ৫ টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পুর্বগোমাতলী গ্রামের খালে কিশোর তামিম নিখোঁজ হয়। গতকাল সোমবার সকালে একইস্থান থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
আবদুল্লাহ তাহের তামিম ওই এলাকার দিন মজুর আবুল কাসেমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বন্ধুকে নিয়ে বাড়ির পাশের ঈদগাঁও ফুলছড়ি নদীতে মাছ ধরতে যায় তামিম। নদীর এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতরে যাওয়ার পথে জালসহ স্রোতে তলিয়ে যায় সে। এসময় তার সাথে থাকা বন্ধু ক‚লে উঠে চিৎকার করলে আশেপাশের লোকজন গিয়ে তামিমকে খোঁজ করে। স্থানীয়রা দীর্ঘ ১৫ ঘন্টা ধরে বিভিন্নভাবে তামিমকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে গতকাল সোমবার সকালে খালের পানিতে ডুবন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
পোকখালী ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান রফিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার লোকজন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার করেছে।