সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা ও সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান।
সভায় মোস্তাক আহমদ খান বলেন, বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমরা তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি সাথে সাথে গত ১৫ বছরে আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপি ও নেতারা অনিয়ম-দুর্নীতি করেছে, তাদের বিচার করতে হবে। এমনকি অবৈধভাবে অর্জন করা সম্ভব রাষ্ট্রীয় কোষাগারের আওতায় নিতে হবে।
পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সদস্য সচিব ইউসুপ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহসীন খান তরুণ, বক্তব্য রাখেন মোসলেম উদ্দীন, মোজাম্মেল হক, নাছির উদ্দীন, জসীম উদ্দীন চৌধুরী, মাষ্টার মঞ্জুর হোসেন, জানে আলম, নজরুল ইউসুপ, কাজী কামাল জাহাঙ্গীর আলম খোকন, নজরুল ইসলাম, অরুপ খান, হাসি আহম্মদ, জাহিরুল ইসলাম রাসেল, মো. বকতেয়ার, মোর্শেদ, জাহাঙ্গীর, নাজিম, হাসান, মো. ফয়সাল, মোর্শেদ আলম, সাইফুল রেজা, হারুণ প্রমুখ। বিজ্ঞপ্তি