খালেদা জিয়া অসুস্থ মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত

1

চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে ঢাকায় বিএনপির আগামীকাল শনিবারের মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে; পিছিয়ে গেছে চিকিৎসার জন্য তার বিদেশ সফরের পরিকল্পনাও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বৃহস্পতিবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ম্যাডাম পরশু রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণেই চিকিৎসদের পরামর্শ অনুযায়ী শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ওই দিন আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ হওয়ার কথা ছিল। খবর বিডিনিউজের।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে। এই অসুস্থতার কারণে উনার বিদেশে যাওয়াটাও পিছানো হয়েছে।
দুর্নীতির মামলায় দন্ড থেকে মুক্ত হওয়ার গত ২৯ অক্টোবর খবর আসে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া। কথা ছিল চলতি মাসে প্রথমে তিনি লন্ডনে যাবেন ছেলে তারেক রহমানের কাছে। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে।
পরে লন্ডন থেকে অন্য একটি দেশে নিয়ে তাকে কোনো একটি ‘মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে’ ভর্তি করা হবে বলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান। সেইসঙ্গে এর মধ্যে সৌদি আরবে ওমরাহ পালনেরও কথা ছিল খালেদা জিয়ার।
বিদেশে চিকিৎসার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে জিয়া ও তার চিকিৎসা দলকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস এসেছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। সেই অনুযায়ী যুক্তরাজ্য ও যুক্তরাজ্য ও সৌদি আরবের যেতে পাসপোর্টে ভিসা কাজও সম্পন্ন হয়েছে ইতিমধ্যে।
৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময়ে চিকিৎসা নিতে হয়েছে।