খামারে সিমেন্ট শিট ব্যবহারে রোগ প্রতিরোধ ও মাংস উৎপাদন বাড়ায়

51

কর্ণফুলী উপজেলার ডেইরি খামারীদের জন্য কর্মশালায় বক্তারা বলেছেন, খামারে সিমেন্ট শিটের ব্যহারে রোগ প্রতিরোধ ও পশু পাখির মাংস উৎপাদন বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশপাশি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে। বিশেষ করে গ্রীস্মকালে সিমেন্ট সিটের খামারে পশু পাখিকে সতেজ ও হিট স্ট্রেসের কবল থেকে রক্ষা করে। অপরদিকে খামারে সাধারণ ঢেউ টিনের ব্যবহারের ফলে পশু পাখির শরীরের তাপ বৃদ্ধি পায়। এ কারণে পশু পাখির শ্বাস প্রশ্বাস বেড়ে হাঁপাতে থাকে। আনোয়ার সিমেন্ট শিটের উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণফুলীর একটি কমিউনিটি সেণ্টারে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। কর্ণফুলী ডেইরি এসোসিয়েশনের সভাপতি ও মিল্কভিটার পরিচালক নাজিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে ও জালাল উদ্দিন রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন ডা. অজিত কুমার দেবনাথ, খামারি নেতা মোহাম্মদ জাফল ইশবাল, আতাউর রহমান খান, মোহাম্মদ ফোরকান প্রমুখ। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ সালেহ জহুর, মোহাম্মদ নুর, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আবদুল মন্নান, মোহাম্মদ শরীফ, জাহিদ সওদাগর, মোহাম্মদ আবদুল করিম, আনোয়ার সিমেন্টর ডিলার মোহাম্মদ ইসমাইল হোসেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম বলেন, গ্রীস্মকালে সাধারণ টিনের শেডে বাইরের চেয়ে ভেতরে তাপমাত্রা আরো বেশি থাকে। এ কারণে পালিত পশু পাখির চরম ক্ষতি হয়। সিমেন্ট শিটের শেডে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।