খামারিদের সহায়তায় চট্টগ্রামে মিল্কভিটার কারখানা পূর্ণাঙ্গ হবে

44

দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব অমর চান বনিক বলেছেন, খামারিদের সহায়তায় চট্টগ্রামে মিল্কভিটার কারখানা পূর্ণাঙ্গ হবে। চট্টগ্রামের কর্ণফুলীস্থ সিলিং প্লান্ট পূর্ণাঙ্গরুপে উৎপাদনে গেলে সেখান থেকেই চট্টগ্রামে মিল্কভিটার পণ্য বাজারজাত করা হবে। এর ফলে পণ্য উৎপাদনে ব্যয় কমবে এবং এর সুফল পাবে খামারিরা। এ জন্য খামারিদের এগিয়ে আসতে হবে। সরকার খামারিদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা দিতে শুরু করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর পরেই দরিদ্র মানুষের ভাগ্যে উন্নয়ন ও স্বাস্থ্য সম্মত দুগ্ধ সরবরাহ করার জন্য মিল্ক ভিটা প্রতিষ্ঠা করেন। গত বৃহস্পতিবার দুগ্ধ খামারিদের সঙ্গে এক মতবিনিময় সভায় যুগ্ম সচিব এ কথা বলেন। মিল্ক ভিটার চট্টগ্রাম অঞ্চলের পরিচালক নাজিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ডেইরী ফার্মাস এসোসিয়শনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর, পটিয়া দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ইনচার্জ ডা: মোহাম্মদ বাবুল আক্তার, জুলধা কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ফোরকান, আশিয়া বাংলা বাজার সমিতির সভাপতি মোহাম্মদ সালেহ জহুর, মধ্যম শিকলবাহা কেন্দ্রীয় সমিতির সভাপতি জাহিদ সওদাগর, আনোয়ারা-চন্দনাইশ কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন রোকন, মোহাম্মদ কাওসার শাহ, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ আবদুল কায়ুম, রাজিব দেবনাথ, মোহাম্মদ মহিউদ্দিন, ডা. মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। ইতোমধ্যে পটিয়া দুগ্ধ শীতলী কেন্দ্রটি পূর্ণাঙ্গ কারখানা করতে আড়াই একর জমি নেয়া হয়েছে। তিনি বলেন, খামারিদেও স্বার্থে আগামী ১ এপ্রিল থেকে তরল দুধের মূল্য দুই টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। সমবায়ীরা সবাই মিলে মিল্ক ভিটাকে সচল রাখার আহবান জানান।-কর্ণফুলী প্রতিনিধি