খাবার পানি-পয়ঃনিষ্কাশন ১০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

25

সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের উন্নয়নসহ ৩০টি পৌরসভায় সেবার সক্ষমতা বাড়াতে সরকারকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক।
এবিষয়ে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্ব ব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
ইআরডি সচিব মনোয়ার আহমেদ ও বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি মিয়াং টেম্বন চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে প্রায় ৮৫০ কোটি টাকার এই ঋণ বাংলাদেশকে দুই শতাংশ সুদসহ পরিশোধ করতে হবে।
অনুষ্ঠানে ইআরডি সচিব মনোয়ার আহমেদ বলেন, কয়েক দফা বৈঠকের পর এই প্রকল্পে অর্থায়নে রাজি হয়েছে বিশ্ব ব্যাংক। স্বচ্ছ ও যথাযথভাবে অর্থ ব্যবহার করতে হবে, যাতে জনগণ উপকৃত হতে পারেন। খবর বিডিনিউজের
বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট জনগণ সুপেয় পানি পাবে এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে। যথাসময়ে ও স্বচ্ছভাবে প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে।