খাদ্য কর্মকর্তার চেইন ছিনতাই আটক ১

1

নিজস্ব প্রতিবেদক

নগরে আদালতের প্রবেশমুখে খাদ্য কর্মকর্তার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে ছিনতাই হওয়া চেইন চক্রের অন্য সদস্যদের কাছে থাকায় তা উদ্ধার সম্ভব হয়নি। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারীর নাম বাদশা (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।
জানা গেছে, ডিসি অফিসে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বৈঠক শেষে কর্ণফুলী যাওয়ার পথে লেগুনা গাড়িতে উঠছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম। এ সময় তার গলায় স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে যায় ছিনতাইকারী। এসময় পথচারীরা ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এর আগেই চেইনটি ছিনতাই চক্রের অন্যদের কাছে দিয়ে দেওয়া হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, চেইন ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে সে। এ বিষয়ে একটা মামলা হয়েছে।