খাজা শাহ্নূর দরবেশ ওরশ শরীফ

76

পূর্ব নাছিরাবাদ রুবিগেইট ওষখাইনীরি নুরীয়া বিষু দরবার শরীফ হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) বংশধর ও গউছুল অলি শাহ সূফি শেখ আলী রজা কানু (রহঃ) সুযোগ্য উত্তরসূরি শাহাজাদায়ে গউছ ওষখাইনীরি শাহ সূফী খাজা শাহ কানু দরবেশ মওলা (রহঃ) প্রকাশ নুরু মওলার বার্ষিক ওরশ গত ১৩ অক্টোবর রবিবার ভোর ৬টা থেকে রাত ব্যাপী বিষু মঞ্জিলে অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে নূরানী তকরির করেন পীরজাদা গোলামে আহলে বাইতে রাসুল (দঃ) মৌলানা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী ওষখাইনীরি আল কুরাইশী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহাজাদা মীর মুহাম্মদ সুলতান উদ্দীন, শাহ্্জাদা মীর মুহাম্মদ সাহিলুর রশীদ। আরো উপস্থিত ছিলেন ওয়াজদিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দেস মওলানা আবদুল হাই, হযরত জুলমান শাহ্ জামে মসজিদের খতিব, মাওলানা মোঃ শহিদুল ইসলাম কাদেরী, মওলানা মুহাম্মদ অহিদুল রহমান আলকাদেরী, গোলাম-এ ইমাম শেরে বাংলা হুসাইন মুহাম্মদ আবু মূছা কাদেরী, মওলানা আমজাদ হোসেন আলকাদেরী, সাংবাদিক আসিফ ইকবাল প্রমুখ। ওরশ কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, গাউছিয়া শরীফ, খতমে খাজেগান, দরবারে সাজরা শরীফ পাঠ করা হয়েছে। ওরশ শরীফে আখেরী শাহী মোনাজাত করেন রুবি গেইট দরবারে বর্তমান সাজ্জাদানশীন মৌলানা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী ওষখাইনীরি আল কুরাইশী। বিজ্ঞপ্তি