খাজা গরীবে নেওয়াজ মুঈনুদ্দীন আজমেরী রাযিয়াল্লাহু তা’আলা আনহুর ওরশ মোবারক উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গাউসিয়া কমিটি জামালখান ওয়ার্ড শাখার উদ্যোগে কদম মোবারক শাহী মসজিদে গতকাল মঙ্গলবার বাদে মাগরিব আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইমরান হোসেন জুয়েল। এতে প্রধান অতিথি ছিলেন কদম মোবারক শাহী জামে মসজিদের ইমাম মাওলানা কাজী জুবায়ের হোসেন। উপস্থিত ছিলেন ওয়ার্ড শাখার হাফেজ হাবিবুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, সহসভাপতি আবু জাফর চৌধুরী, যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম, মো. হাশেম, মো. হাসান প্রমুখ। আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে তবারুক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি