কুমিল্লা ও চাঁদপুর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে এবং রাঙ্গামাটি ও খাগড়াছড়ি বঙ্গমাতা ফুটবল চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সেমিফাইনাল নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দিনের প্রথম খেলায় এনামুলের দেয়া একমাত্র গোলে বান্দরবানকে পরাজিত করে কুমিল্লা। অপর খেলায় চাঁদপুর টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় স্বাগতিক চট্টগ্রামকে।
একই ভেন্যুতে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবলের প্রথম খেলায় চম্পা মারমার হ্যাটট্রিকে রাঙ্গামাটি ৭-০ গোলে কুমিল্লার বিপক্ষে এবং দিনের অন্য খেলায় খাগড়াছড়ি ৪-০ গোলে হারায় চট্টগ্রামকে। রাঙ্গামাটির কৃতি ফুটবলার চম্পার ৩ গোল ছাড়াও অবশিষ্ট গোলগুলো করেন এনু মারমা। রঞ্জপুদি চাকমা, ম্যাম্যাচিং মারমা, থুইয়া চিং মারমা, খাগড়াছড়ির পক্ষে সপ্তবর্ণা ২টি এবং এলিথা মগিনী ও ক্রে প্রু মগিনী ১টি করে গোল দেন।
আজকের খেলা : (বঙ্গবন্ধু ফুটবল) ফেনী ও ল²ীপুর এবং চট্টগ্রাম মহানগর ও কক্সবাজার (সকাল ৯টা ও সকাল ১০টা)। বঙ্গামাতা ফুটবলে ফেনী ও নোয়াখালী এবং কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়া (দুপুর ১:৩০টা ও দুপুর ২:৩০টা) মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে।