খাগড়াছড়িতে দরিদ্র অসহায় সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। গতকাল সকালে জেলা সদরের সাতভাইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। এসময় জোন কমান্ডার লে. কর্নেল আরাফাত হোসেন, জিটু আই মেজর রফিকুল ইসলাম ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানরঞ্জন ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাতভাইয়াপাড়া, শালবন, হারিনাথপাড়া ও আশপাশ এলাকার প্রায় ১ হাজার পাহাড়ি-বাঙালি শীতের কম্বল পেয়ে খুশি হয়েছেন। সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, এলাকার শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে দরিদ্র অসহায় শতার্ত পাহাড়ি-বাঙালি নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।