খাগরিয়া সমিতি, চট্টগ্রামের মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা

1

সাতকানিয়া থানাধীন খাগরিয়া ইউনিয়নে খাগরিয়া সমিতি চট্টগ্রাম-এর উদ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা’২৫ খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চরখাগরিয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ১৭ মে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় খাগরিয়া ইউনিয়নের ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম ও অষ্টম শ্রেণীর ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সংগঠনের আহবায়ক ডা. জুনায়েদ মাহমুদ খান ও যুগ্ম-আহবায়ক ডা. হারুনর রশীদ চৌধুরীর সার্বিক নির্দেশনায় বৃত্তি পরীক্ষা মনিটরিং কো-অর্ডিনেটর সংগঠনের সদস্য সচিব এডভোকেট রিদোয়ানুল হকের তত্বাবধানে পরীক্ষার যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন দুই কেন্দ্রের হল সুপার- শহিদুল ইসলাম ও আবু তৈয়ব। পরীক্ষার হল পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আবুল বশর, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রিদুয়ানুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইয়াকুব, ইছাপুর বাদশা মিয়া চৌধুরী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসমাঈল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শফিউল ইসলাম আলমগীর, চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রিদোয়ানুল হক হৃদয়সহ সংগঠনের নেতৃবৃন্দ। বৃত্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতা করেন রহমান নূর ফাউন্ডেশন। বিজ্ঞপ্তি