খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরী ‘ধর্ষণ’ আরেকজন গ্রেপ্তার

1

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কালি মন্দিরে পূজা দেখতে যাওয়া এক ত্রিপুরা কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে ওই উপজেলার সদর ইউনিয়নের চৌধুরী ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে মাটিরাঙা থানার ওসি তৌফিকুল ইসলাম জানিয়েছেন।
গ্রেপ্তার যুবকের নাম রিমন ত্রিপুরা; বয়স ২২ বছর। এর আগে এ ঘটনায় বুধবার সন্ধ্যায় আরও দুজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। তাদের মধ্যে একজনের নাম রনি বিকাশ ত্রিপুরা (৩২)। রনি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকার বাসিন্দা এবং অন্যজন একই এলাকার ১৭ বছরের কিশোর। খবর বিডিনিউজের
ওসি তৌফিকুল ইসলাম বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ওই কিশোরী তার এক আত্মীয়ের সঙ্গে স্থানীয় ‘অযোধ্যা কালি মন্দিরে’ পূজা দেখতে যায়। ওই সময় চার জন স্থানীয় যুবক তাকে কথা আছে বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে হেডম্যান-কার্বারির মাধ্যমে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় তারা’।
এ ঘটনায় চার জনকে আসামি করে ওই কিশোরীর বড় বোন মাটিরাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘রিমন ত্রিপুরা পলাতক ছিল। আসামিদের আমরা আদালতে তুলেছি। আর ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে’।
এ ঘটনায় জড়িত আরেক পলাতক তরুণকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে ওসি তৌফিকুল ইসলাম জানান।