খতিবের হাট থেকে ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

126

একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ২২০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানার খতিবের হাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এস এম মোস্তাইন হোসেন।গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন অস্ত্র ব্যবসায়ী ও অপরজন সিএনজি চালক হলেও অস্ত্র ব্যবসায় সহযোগী হিসেবে কাজ করে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, অস্ত্র ব্যবসায়ী মহিউদ্দিন শিবলু (৩৯) ও সিএনজি অটোরিকশা চালক এনামুল হক (৩৫)।
তিনি বলেন, অস্ত্র বিক্রির জন্য অপেক্ষারত অবস্থায় শিবলু ও এনামুলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। মহিউদ্দিন শিবলু প্রবাসী। দুবাইয়ে তার বোরকার ব্যবসা রয়েছে। তিনি মাঝে মাঝে দেশে আসেন এবং বিভিন্ন সিন্ডিকেটের কাছ থেকে বিদেশি অস্ত্র কিনে দেশীয় ক্রেতাদের কাছে বিক্রি করেন। এনামুল পেশায় সিএনজি চালক। তাকে অস্ত্র পরিবহনে মহিউদ্দিন শিবলু ব্যবহার করেন।
মোস্তাইন হোসেন বলেন, শিবলু মূলত একজন অস্ত্র ব্যবসায়ী। আমরা বড় একটি চালান আটক করতে পেরেছি। নির্বাচনের আগে বড় ধরনের নাশকতা থেকে আমরা বেঁচে গেছি। আমাদের গোয়েন্দা জাল নাশকতার বিষয়ে সজাগ আছে।
আটক অস্ত্র ব্যবসায়ী মহিউদ্দিন শিবলু (৩৯) হাটহাজারী উপজেলার গরদুয়ারা ইউনিয়নের ফরিদ আহম্মদের পুত্র। এনামুল হক (৩৫) নাটোর জেলার লালপুর থানার মৃত আয়েশ উদ্দিনের ছেলে।