খতিবেরহাট আদর্শ সমাজ কমিটির সভা

1

খতিবেরহাট আদর্শ সমাজ কমিটির মতবিনিময় সভা গত ১০ জানুয়ারি বাদে মাগরিব অনুষ্ঠিত হয়। খতিবেরহাট আদর্শ সমাজ কমিটি গঠনকল্পে ও নির্বাচনের দাবিতে খতিবেরহাটস্থ হাজী আহমেদ কবির বাসভবনের সম্মুখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মো. জাহাঙ্গীর আলম। লায়ন মোহাম্মদ ইয়াকুব হোসাইন ইতুর পরিচালনায় বক্তব্য দেন মোহাম্মদ ইলিয়াস, হাজী মো. জানে আলম, অধ্যাপক সরওয়ার আলম জিমি, মো. জসিম উদদীন, মো. মহিউদ্দিন মনা, মোহাম্মদ আলী সাকি, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ ফোরকান, হাজী মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইদ্রিস, মো. সোলাইমান, ইয়াছিন কালু, মোহাম্মদ লোকমান, মো.আজগর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি