বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদের সহাসচিব বিশিষ্ট আলেমেধীন মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, ইসলামই অমুসলিমদের মধ্যকার বিধান রেখেছে এবং মুসলিম রাষ্ট্রে সুসম্পর্ক ও সমঅধিকারের সুস্পষ্ট। অমুসলিম নাগরিকদের জান-মাল, ইজ্জত-আবরু বৃক্ষাতে নিরাপত্তা দিয়েছে একমাত্র ইসলাম। গত ১৫ জানুয়ারি দক্ষিণ হাজীর পাড়া-দেওয়ানজি পুকুরপাড় যুব ও তরুণ সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান মুফাচ্ছিরের তাফসীরকালে মাওলানা নূরী একথা বলেন। প্রবীন আলেম আলহাজ মাওলানা আহমদ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম খুলশী ঝাউতলা টিপিপি কলোনী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মাহফুজুর রহমান। বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা ক্বারী এরশাদ উল্লাহ আল-বারী, মাওলানা আবদুল করিম, মাওলানা আবদুল হামিদ প্রমূখ। প্রধান মুফাচ্ছির আরও বলেন, ইসলামী রাষ্ট্র যেহেতু আল্লাহর দেয়া পূর্ণাঙ্গ বিধানের উপর প্রতিষ্ঠিত, তাই সকল মানুষের অধিকার আল্লাহর বিধানে স্বীকৃত। তিনি আরো বলেন, সেক্যুলারিজম, কম্যুনিজম, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদে সরই কুফরী মতবাদ, আল্লাহর স্বীকৃত বিধান নয় বাদ ও জাতী বিধায় জুলুস শোষন টাকা অমুসলিম নাগরিকদের পূর্ণ নিরাপত্তা দিতেকার্য হয়ে এসব ফাদর্শের জয়গান জাতিকে ক্ষমতার উন্মাদনায় ঠেলে দিয়েছে এবং সৃষ্টি হয়েছে চাঁদাবাজ, টেন্ডারবাজ, চাদাবাজ, দখলবাজ ও লুটেরাবাগ, তিনি যুক ভোগবাদী গোষ্ঠির নেতৃত্বকে ঘৃনাভরে প্রত্যাখান করে আল কুরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান। ইসলামে ধর্মও রাষ্ট্র আলাদীনয়, ইসলামা হচ্ছে একটি পর্নাঙ্গ জীবন ব্যবস্থা, জীবনের সকল দিক একটি অপরটির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। কাজেই মানব ভ্রাতৃত্ব ই-একতা সম্পর্কিত ইসলামদেরই সুমহান শিক্ষাটি নৈতিক শিল্পর উপর ভিত্তি করেই গঠিত। বিজ্ঞপ্তি