নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছাড়লে পাল্টে যায় ক্ষমতার দৃশ্যপট। সেনা প্রধানের আনুষ্ঠানিক ঘোষণার আগেই রাস্তায় নেমে আসে ছাত্র-জনতা। দুপুরের পর থেকে উত্তপ্ত হতে থাকে রাজপথ। আনন্দ-উচ্ছ¡াসের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর জনতার আক্রাশ বাড়তে থাকে। নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালানো হয়। এতে নগরগ্রামে কোনঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেকেই জীবন বাঁচাতে অবস্থান পরিবর্তন করে গাঁ ঢাকা দেয়। একদিন আগেই যারা ক্ষমতার উচ্চশিখরে ছিল তাদের হঠাৎ ছন্দপতনে পাল্টে যায় দৃশ্যপট। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষার পাশাপাশি শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে হবে। কোন লুটপাট যাতে না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
শেখ হাসিনার পদত্যাগের মধ্যদিয়ে আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনের অবসান হয়েছে। উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে কোন নেতাকর্মীদের দেখা যায়নি। দারুল ফজল মার্কেটের মহানগর আওয়ামী লীগ ও আন্দরকিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর চালিয়েছে আন্দোলনকারীরা। অধিকাংশ নেতাকর্মী নিজেরাই নিজেদের সাথে যোগাযোগ রাখছেন বলে জানা যায়। সিনিয়র কয়েকজন নেতা যেখানেই হামলা হচ্ছে সেখানে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। তবে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কমপক্ষে চারজন নেতাকে ফোন দেয়া হলেও মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।