ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে ক্ষতিপূরণ বাবদ আইসিসির দাবি করা ২ কোটি ৩০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার নিষ্পত্তির ব্যাপারটি তুলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরোধ নিস্পত্তি কমিটির হাতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুবাইতে সরাসরি আইসিসির বোর্ড সভা হতে পারেনি। গত শুক্রবার টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বোর্ড সভা। এটাই বিসিসিআইয়ের সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলীর প্রথম আইসিসির বোর্ড সভায় অংশগ্রহণ। তবে আইসিসির সঙ্গে আর্থিক ঝামেলাটা বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে যাওয়াটাকে ইতিবাচকভাবে নিয়েছেন সৌরভ।
২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সরকার আইসিসিকে কোনও আয়কর ছাড় দেয়নি। এ নিয়ে নাখোশ আইসিসি তখন ভারতীয় বোর্ডের কাছে ওই পরিমান অর্থ দাবি করে ক্ষতিপুরণ হিসেবে। কিন্তু বিসিসিআই আয়কর মওকুফ করাতে পারেনি।