ক্লাব বিশ্বকাপ আপডেট

1

ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬২ হাজারের বেশি দর্শকের সামনে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন তরুণ গঞ্জালো গার্সিয়া, যিনি অসুস্থ এমবাপ্পের জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন। আল হিলালের হয়ে পেনাল্টি থেকে সমতায় ফেরান রুবেন নেভাস। অন্যদিকে ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘জি’-এর ম্যাচে মরক্কোর উইদাদ কাসাব্লাঙ্কাকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করেছে পেপ গার্দিওলার ম্যান সিটি।
শুরুতেই গোল করেন ফিল ফোডেন, পরে তার কর্নার থেকে দ্বিতীয় গোল করেন জেরেমি ডকু। ওয়াশিংটনে দিনের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের আল আইনকে ৫-০ গোলে উড়িয়ে দেয় জুভেন্টাস।