ক্লাব অব কার্ডিওভাস্কুলার সার্জনসের সেমিনার

1

চট্টগ্রামের সকল কার্ডিয়াক সার্জিক্যাল সেন্টারের সার্জনদের অংশগ্রহণে বৈজ্ঞানিক সেমিনার ২৩ মে সন্ধ্যায় নগরীর পেনিনসুলা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ডা. আহসান উদ্দিন মাহমুদ মুন্নার সঞ্চালনায় সেমিনারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, এপোলো ইম্পেরিয়াল হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সেমিনারে ডা. মোহাম্মদ ফজলে মারুফ বলেন, চট্টগ্রামস্থ সকল কার্ডিয়াক, ভাস্কুলার সার্জন, এনেস্থেশিওলজিস্ট, পারফিউশনিস্টদের মেলবন্ধন জরুরি এবং এজন্যই এই প্রচেষ্টা। এই সংগঠনের মাধ্যমে এই বিষয়গুলোর সদস্যদের মাঝে নতুন নতুন কৌশলের আদান-প্রদান হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ ফজলে মারুফের উদ্যোগে ক্লাব অব কার্ডিওভাস্কুলার সার্জনস, চিটাগং-এর যাত্রা শুরু হয়। বিজ্ঞপ্তি