করোনাভাইরাসে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। থমকে গেছে ক্রীড়াঙ্গন আর ইতালির দুর্বিষহ পরিস্থিতিতে স্থব্ধ হয়ে গেছে ফুটবল লিগ সিরি আ। এমন পরিস্থিতিতে ক্লাবগুলোর গুণতে হচ্ছে লোকসান। তাই তো ক্লাবের পাশে এসে দাঁড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। নিজেদের বেতন কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুভেন্টাসের সিনিয়র ফুটবলাররা। এর মধ্যে জিয়ানলুইজ বুফন, লিওনার্দো বনুচ্চি এবং দলীয় অধিনায়ক জর্জ কিয়েলিনির সঙ্গে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্লাব প্রেসিডেন্ট অ্যান্দ্রে অ্যাগ্নেলির এবং ডিরেক্টর ফ্যাবিও প্যারাশির সঙ্গে কথা বলেন জুভেন্টাস অধিনায়ক জর্জ কিয়েলিনি।