চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ’র অনুমোদিত ক্লাব নোয়াপাড়া লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি ক্লাবের সাধারণ সম্পাদক আলী ইকরামুল হক রমির পিতা এজহারুল হক চৌধুরী (সিআইপি) গত বুধবার রাতে নগরীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন পুত্রসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হাউজিং সোসাইটি মাঠে মরহুমের প্রথম জানাজা ও নিজ গ্রাম রাউজান উপজেলার নোয়াপাড়া স্কুল মাঠে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম এজরাহুল হক চৌধুরী বাংলাদেশ জেসিস এবং বাংলাদেশ হার্ডওয়ার মার্চেন্ট অ্যাসোসিয়েসনের প্রাক্তন সভাপতি। তিনি সাবেক মন্ত্রী মরহুম জহুর আহম্মদ চৌধুরীর জামাতা। বিজ্ঞপ্তি