ক্রীড়া সংগঠক প্রদীপ ভট্টাচার্য আর নাই

1

স্পোর্টস ডেস্ক

বিশিষ্ট ক্রীড়া সংগঠক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কাউন্সিলর ও সাবেক নির্বাহী সদস্য , সীতাকুন্ড ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু প্রদীপ ভট্টাচার্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গতকাল সন্ধ্যা ৬.০০ টায় মেডিকেল সেন্টারে মারা গেছেন। তাঁর মৃত্যুতে সিজেকেএস সভাপতি ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও, সিজেকেএস কাউন্সিলরবৃন্দও সিজেকেএস কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্য শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। সাবেক কৃতি ফুটবলার, সিজেকেএস ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক প্রদীপ ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এম.শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, সিজেকেএস ক্লাব সমিতির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর ও সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, সিরাজুদ্দিন মো. আলমগীর, চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর মশিউল আলম স্বপন, মো. নাসির মিয়া, সাইফুল্লাহ্ চৌধুরী, এনামুল হক, সাইফুল আলম খান, সাবেক কাউন্সিলর আসলাম মোরশেদ প্রমুখ।