চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস্ ক্লাবের প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, নৌকমান্ড ফারুক-ই-আজম বীর প্রতীক ফ্রেন্ডস্ ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উনি ক্রীড়াঙ্গনেও সংস্কার করা হবে বলে এবং বাংলাদেশকে একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তোলার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং যারা জীবন যৌবন উৎসর্গ করে ক্রীড়াঙ্গন সজীব রেখেছেন তাদের মতামত নিয়ে ক্রীড়াঙ্গন সংস্কার করা হবে বলে জানান। বাংলাদেশের ঐতিহ্যবাহী চট্টগ্রাম ফ্রেন্ডস্ ক্লাব স্ব-মহিমায় এগিয়ে যাক এই কামনা করেন তিনি।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ ক্লাবের নোমান সুফিয়ান, শ্যামা প্রসাদ চৌধুরী, মান্না মজুমদার, জাহাঙ্গীর হোসাইন, এডঃ শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মাহমুদুর রহমান মাহাবুব এবং সঞ্চালন করেন ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর। বিজ্ঞপ্তি