ক্রিসেন্ট ক্লাবের শুভসূচনা

16

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে শুভসূচনা করেছে ক্রিসেন্ট ক্লাব। গতকাল তারা ফ্রেন্ডস ক্লাব জুনিয়রকে তিন উইকেটে হারিয়েছে। নির্ধারিত সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হওয়া এ খেলায় টস জিতে ফ্রেন্ডস ক্লাব আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৪৯.২ ওভারে ১৩৬ রান তুলতেই সবকটি উইকেট হারায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন রাফিউজ্জামান। ক্রিসেন্ট ক্লাবের পক্ষে জহিরুল ইসলাম ও শাখাওয়াত হোসেন তিনটি করে, ইয়াসির ইমরান দুটি এবং মোহাম্মদ নোমান ও আকরামুল ইসলাম একটি করে উইকেট নেন। ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ক্রিসেন্ট ক্লাব উইকেটরক্ষক ব্যাটসম্যান সাইফ খানের ৫৪ রানের ইনিংসে ৩৯.৪ ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে। ফ্রেন্ডস ক্লাব জুনিয়রের পক্ষে আবদুল্লাহ আবিদ ও তোফাজ্জল হোসেইন দুটি করে এবং মোহাম্মদ হাসান, ইমরান উল্লাহ ও আকিকুর রহমান প্রত্যেকে একটি করে উইকেট নেন। এর আগের দিন উদ্বোধনী খেলায় চিটাগাং ফুটবল ক্লাব ১৪৭ রানে সেবানিকেতনকে হারিয়েছে। আজ ‘সি’ গ্রæপের খেলায় বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব প্রতিদ্ব›িদ্বতা করবে।