ক্রিয়েটিভ বিজনেস ক্লাব (সিবিসি) ১৪ জানুয়ারি ২০২৫ সালের জন্য উপদেষ্টা এবং নির্বাহী কমিটির গঠন ঘোষণা করেছে। এ উপলক্ষে বিশেষ সভার আয়োজন করা হয়, যেখানে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ এবং উপদেষ্টা প্যানেলের সদস্যরা অংশগ্রহণ করেন। সভাটি সিবিসি’র ভবিষ্যৎ ভিশন এবং মিশন নিয়ে আলোচনা করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এতে উদ্ভাবন, সহযোগিতা এবং সম্প্রদায়ের মধ্যে শ্রেষ্ঠত্ব বাড়ানোর কৌশলগত পরিকল্পনা তুলে ধরা হয়। পরিচালনা পর্ষদের সদস্যরা শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো এবং ক্লাবের প্রভাব ক্যাম্পাস ও বৃহত্তর সমাজে বিস্তৃত করার পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় স্কুল অফ বিজনেস এর সকল শিক্ষার্থী এবং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম এর সকল শিক্ষক এবং কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি