মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন অজি ক্রিকেটার গেøন ম্যাক্সওয়েল। সিরিজের তৃতীয় ম্যাচের দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও তার না খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এর আগে মূলত শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের শুরু থেকেই তিনি এই অসুবিধায় ভুগছিলেন।
ম্যাক্সওয়েলের মানসিক অবসাদের তথ্য নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া দলের সাইকোলজিস্ট ড. মাইকেল লয়েড। তবে ম্যাক্সওয়েল ঠিক কবে ক্রিকেটে ফিরবেন তা জানাতে পারেননি তিনি। ম্যাক্সওয়েলের বদলে চলতি সিরিজের শেষ ম্যাচের দলে ডাক পেয়েছেন ডার্সি শর্ট। অস্ট্রেলিয়ার হয়ে ১১০টি ওয়ানডে, ৬১টি টি-টোয়েন্টি এবং ৭টি টেস্ট খেলেছেন ম্যাক্সওয়েল।