‘ক্রাশ খাইয়া ক্রাশড হইয়া গেলাম’, কার প্রেমে মজলেন স্বস্তিকা

1

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি জীবনে মোট ৬টা প্রেম করছেন। তবুও থামেননি। সামনে আরও প্রেম করার ইচ্ছে রয়েছে। সেই ইচ্ছে বহুবার সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন। এবার নতুন করেই কার প্রেমে মজলেন তিনি?
এমনিতে অভিনেত্রী নিজের প্রেম জীবন নিয়ে সব সময়ই খোলামেলা কথা বলতেই ভালোবাসেন। আর তা নিয়ে কখনই কোনও লুকোছাপাও করেন না। তবে এবার স্বস্তিকা ক্রাশ খেয়েছেন, সে কথা ফলাও করে সোশ্যাল মিডিয়ায় জানালেন। সঙ্গে এটাও বললেন, কোন অভিনেতার ওপর তার ক্রাশ। একাধিক সাক্ষাৎকারে, স্বস্তিকা তার প্রেম জীবন ও প্রেমিকদের নিয়ে খোলামেলা চর্চা করেছেন। তার ব্যক্তিগত জীবনও একেবারে খোলা বইয়ের মতো। অভিনেত্রীর মতে, প্রেমে পড়া কোনও অপরাধ নয় আর যে কোনও বয়সেই প্রেমে পড়া যায়। সেই স্বস্তিকাই সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, তিনি ক্রাশ খেয়েছেন এক টলিউড অভিনেতার ওপর। যার সিনেমা, সিরিজ সবটাই স্বস্তিকা দেখেন নিয়ম করে। কিন্তু কে সেই অভিনেতা? স্বস্তিকা তার ফেসবুকে জানিয়েছেন, তিনি ক্রাশ খেয়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর ওপর। যিনি আপামর দর্শকের কাছে একেনবাবু বলেই পরিচিত।
স¤প্রতি অভিনেত্রী তার ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। যেখানে তাকে দেখা গেছে, নীল রঙের ড্রেসে। আর স্বস্তিকার পেছনে একেনবাবুর ছবি বেনারসে বিভীষিকার পোস্টার। যে পোস্টারে স্বয়ং অনির্বাণ তথা একেনবাবুকে দেখা যাচ্ছে।
একটা ছবিতে স্বস্তিকাকে দেখে বোঝা যাচ্ছে, তিনি এই ছবি দেখেছেন এবং তার খুবই ভালো লেগেছে। অপর একটি ছবিতে স্বস্তিকা হার্টের ভঙ্গীমা করেছেন হাত দিয়ে, আর সেটা যে অনির্বাণের জন্য তা বুঝতে ভুল হবে না। ছবিগুলো প্রকাশ করে স্বস্তিকা লিখেছেন, ক্রাশ খাইয়া নিজেই ক্রাশ্ড হইয়া গেলাম। এই একেন টা বেস্ট একেন। আমি তো এমনিও ফ্যান, ওমনিও ফ্যান। আমি সব একেন দেখেছি, সিনেমা, সিরিজ সব। ক্রাশবাবু স্যার, আপনি ম্যাগনিফিসেন্ট। প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে কী যে ভীষণ ভালোলাগে। এরপর স্বস্তিকা সিনেমার অন্যান্য কলাকুশলীদেরও প্রশংসা করেন। তবে ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের কাছে একটা আবদার করেই বসেন অভিনেত্রী। স্বস্তিকা লেখেন, আর জয়দীপ দা, পরের একেনটায় আমাকে একটা চান্স দাও, আমি কথা দিচ্ছি মন দিয়ে অভিনয় করব। দারুণ হয়েছে জাস্ট দারুণ। প্রসঙ্গত, চলতি মাসেই মুক্তি পেয়েছে ‘দ্য একেনঃ বেনারসে বিভীষিকা’। দর্শকদের কাছ থেকে ভালোই সাড়া পেয়েছে। এবার একেনের আগামী ছবিতে স্বস্তিকার দেখা পাওয়া যায় কিনা, সেই অপেক্ষাতই দর্শক।