ক্যাম্ব্রিয়ান লিও ক্লাবের ক্যাম্প প্রাক প্রস্তুতিসভা

64

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর অন্তভর্‚ক্ত লায়ন্স ক্লাব অ চিটাগাং মেট্রোপলিটনের স্পন্সরকৃত লিও ক্লাবঅব চিটাগং ক্যাম্ব্রিয়ান এর ক্যাম্প প্রাক প্রস্তুতি সভা গত ৩ জানুয়ারি দুপুর ২ ঘটিকায় নগরীর ক্যাম্ব্রিয়ান কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। লিও শাহরিয়ার ইসলাম শোভন এর সভাপতিত্বে ও লিও রাদভি রাহুলের সঞ্চালনায় সভা কার্যক্রমে আলোচ্যসূচী অনুসারে আগামী ৩১ জানুয়ারী হতে ২ ফেব্রæয়ারী অনুষ্ঠিতব্য “সময়”লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়্যুথ ক্যাম্পের বিভিন্ন ইভেন্টসমূহ নিয়ে আলোচনা স্বাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হয়। জেলা কো-অর্ডিনেটর“সময়” ইয়্যুথ ক্যাম্পস ম্পর্কিত বিভিন্ন কর্মসূচীর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আগামী ১১ জানুয়ারী লিও ক্লাব ভিজিটিং ও চার্টার এ্যানিভার্সারী উৎযাপনের জন্য উদ্যোগ নেয়া হয় এবং ক্লাব সভাপতি সকলকে উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণমূলক সার্বিক সহযোগিতা কামনায় করেন। এ সময় উপস্থিত ছিলেন লিও জেলা পরিষদের জেলা কো-অর্ডিনেটর এবং লিও ইয়্যুথ ক্যাম্প কো-চেয়ারম্যান লিও মঈনুল ইসলাম, লিও ক্লাব সহ সভাপতি লিও ফাতেমা আকতার বিথি, জয়েন্ট সেক্রেটারী লিও শহিদুল আলম সাহেদ, সিস্টার কো-অর্ডিনেটর লিও ফাতেমা জান্নাতি তশি, জয়েন্ট ট্রেজারার লিও সামিয়া আকতার, সদস্য লিফারহানা মিম, লিও সাজনিন ফিহা, লিও সুমাইয়া জাহান প্রমূখ। বিজ্ঞপ্তি