ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, প্রবাসে যে বাংলাদেশিরা আছেন, তারা সরাসরি আমাদের শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারবেন। আমরা সরাসরি বিনিয়োগ পেতে পারি আমাদের প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। অনেক সময় বুঝতে পারে না প্রবাসীরা কোথায় বিনিয়োগ করবে? এখানে কনসালটেন্সি সার্ভিস দেওয়া হলে প্রবাসীদের জন্য একটি সুনির্দিষ্ট বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হবে।
ক্যাপিটাল মার্কেট শক্তিশালী করতে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে দুবাইয়ে রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুবাইয়ে পাঁচ তারকা হোটেল পার্ক হায়াতে রোড শো চালু করা হয়। বাংলাদেশ ও এবং দুবাইয়ের সিনিয়র ব্যবসায়ীদের উপস্থিতিতে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটকে কীভাবে গতিশীল ও নিরাপদ করা যায়, তা নিয়ে ব্যাপক আলোচনা হয়।
বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান শিবলী রোবায়দুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হোসেন রাসেল।
উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল মো. ইকবাল হোসেন খান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মো. মাহাতাবুর রহমান নাসির, আইডিএলসি ফাইনেন্স এমডি আরিফ খান, রহমত পাশা, প্রভেসর মাসুদুর রহমান, হুমায়ুন কবির, সায়েদুর রহমান, সাইফুর রহমান মজুমদার, আশিকুর রহমান, আনিসুর জামান চৌধুরী প্রমুখ।
তিন দিনব্যাপী রোড শোর প্রথমদিনের আলোচনায় ছিল ইনভেস্টর সামিট বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট।
দুবাইয়ের ব্যবসায়ী উদ্যোক্তা মাহাতাবুর রহমান নাসির সিআইপি জানান, বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগের প্রেক্ষিতে বহির্বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য ব্যবসায়ী ব্যাপক সফলতা পাবেন। এজন্য প্রয়োজন বিনিয়োগের সার্বিক নিরাপত্তা। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে আরো অধিক শক্তিশালী করতে পরবর্তী অন্যান্য দেশে রোড শোর আয়োজন করা হবে।