ক্যান্সার আক্রান্ত হোটেল শ্রমিকদল নেতাকে আর্থিক অনুদান প্রদান

1

ক্যান্সার আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন হোটেল শ্রমিক দল নেতা আবুল কালামকে আর্থিক অনুদান প্রদান করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) মো. মাহফুজুর রহমান। ২২ জুন বিকেলে হাসপাতালে গিয়ে তাকে এ আর্থিক অনুদান প্রদান করেন। তিনি অসুস্থ শ্রমিকদল নেতার আশু রোগমুক্তি কামনা করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, সাংবাদিক আমিনুল ইসলাম, ব্যবস্থাপক মিজানুর রহমানসহ কর্তব্যরত চিকিৎসকবৃন্দ। রেজাউল করিম আজাদ জানান, এ পর্যন্ত ১৫ হাজার ক্যান্সার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এর আগে সহকারী কমিশনার মাহফুজুর রহমান হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং হাসপাতালের সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি