ক্যান্সারের কাছে হার মানলেন লাশ উদ্ধারকারী নজরুল

1

সীতাকুন্ড প্রতিনিধি

প্রায় ৩০ বছর ধরে অজ্ঞাতনামা, ফাঁসি খাওয়াসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত মানুষের লাশ উদ্ধার করে মর্গে পাঠাতেন নজরুল ইসলাম। লাশ উদ্ধার করতে করতে তিনি এতটাই দক্ষ হয়ে গিয়েছিলেন যে পুলিশের চেয়েও দ্রুত গতিতে তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করতেন নজরুল। লাশ উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডাক পেতেন। নির্দিধায় ছুটে যেতেন নজরুল, উদ্ধার করতেন লাশ।
অপরিহার্য নজরুল মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে চলে গেলেন পরপারে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন ৫৪ বছর বয়সে। তিনি দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আছর শেখ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সীতাকুন্ড প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।