ঈদ উপলক্ষে ক্যানসার শিশু সেবা সংগঠন চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স সাপোর্ট সার্ভিসেস (ক্লাশ) এর উদ্যোগে শুক্রবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মাঝে নতুন কাপড় উপহার এবং তাদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সংগঠনটির পক্ষ থেকে প্রয়োজনীয় কিছু ঔষধ প্রদানের জন্যও উদ্যোগ নেয়া হয়েছে। ঈদ উপহার ও অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন ক্লাশ চেয়ারম্যান ওসমান গনি মনসুর এবং পরিচালক শফিকুল আলম খান, ডা. রওনক জাহান, তত্ত¡াবধায়ক আবদুল মোতালেব প্রমুখ।ক্লাশ এর পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসাধীন চরম দারিদ্রক্লিষ্ট পরিবারের এসকল শিশুদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য স্বচ্ছল ও সামর্থ্যবানদের প্রতি আবেদন জানানো হয়েছে। বিজ্ঞপ্তি