কোয়ালিটির টানা দ্বিতীয় জয় সান্তনা পুরস্কার ইস্পাহানির

49

রাফি স্মৃতি মহানগরী জুনিয়র ক্রিকেট লিগের গ্রূপ পর্বের খেলায় টানা দ্বিতীয় পেয়েছে কোয়ালিটি স্কুল অব ক্রকেট। মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত খেলায় তারা গতকাল চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সকে ৪ রানে হারিয়ে এ জয় তুলে নেয়। নিজেদের প্রথম খেলায় কোয়ালিটি শাহ গরিবুল্লাহ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শুভসূচনা করেছিল। দিনের অপর খেলায় শাহজাহান সংঘকে ছয় উইকেটে হারিয়ে নিজেদের শেষ খেলায় সান্ত¡নার জয় পেয়েছে ইস্পাহানি ক্রিকেট অ্যাকাডেমি। এর আগে নিজেদের প্রথম ও দ্বিতীয় খেলায় পরাজিত হয়েছিল তারা।
গতকাল দিনের প্রথম খেলায় চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২০ রান সংগ্রহ করে। দলের হয়ে আল নাহিয়ান ২৫, হাসিবুল ইসলাম ১৯, মুনতাসির বিন ১৮ ও শফিউল আকবর ১৪ রান করেন।
জবাবে খেলতে নেমে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স ২০ ওভারে ৭ উইকেটে ১১৬ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে সর্ব্বোচ্চ ৩৫ রান করেন জিয়া উদ্দিন শিফাত। এছাড়া শাকিল ২৬ ও ফারুক হোসাইন ১৯ রান করেন।
দিনের ২য় খেলায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শহীদ শাহজাহান সংঘ ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান তোলে। দলের পক্ষে তারেকুল ইসলাম ৩৩, মিরাজ উদ্দিন করেন ১২ ও আবিদুর রহমান ১০ রান করেন।
৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ইস্পাহানি ক্রিকেট অ্যাকাডেমি ১৩.৫ ওভারে ৪ উইকেটে ৯৭ রান করেন। দলের এসএম তোসিফ ২৯, আসিফ পারভেস ১৭, মার্থিক নাথ ১৫ ও তানজিম মাহাবুব নাবিল ১০ রান করেন।
একই মাঠে আজকের সকাল ৯টার খেলায় এসএস ক্রিকেট অ্যাকাডেমি ও চিটাগাং ক্রিকেট অ্যাকাডেমি এবং বেলা ১২টায় পোর্ট সিটি ক্রিকেট অ্যাকাডেমি ও জুনিয়র ক্রিকেট ট্রেনিং অ্যাকাডেমি প্রতিদ্বন্দ্বিতা করবে।