জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে কাস্টমস স্পোর্টস ক্লাবকে রুখে দিয়েছে কোয়ালিটি স্পোর্টস ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল এ দু’দলের খেলা ১-১ গোলে ড্র হয়। এ ফলাফলে ৭ খেলা শেষে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাস্টমস ক্লাব। কোয়ালিটির ৭ খেলায় ১০ পয়েন্ট।
খেলার ১২ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে যায় কোয়ালিটি ক্লাব। প্রতিপক্ষের এলিটা কিংসলের শট কিপারের বুকে লেগে ফিরে এলে কোয়ালিটির ডিফেন্ডার এরিকের ব্যাক পাস কিপারকে ফাঁকি দিয়ে জালে পৌঁছে (১-০)। পিছিয়ে থেকে ভালোই আক্রমণে ছিল কোয়ালিটি ক্লাব। প্রথমার্ধেই তাদের কয়েকটি বিপজ্জনক শট কাস্টমস কিপার শিমুল প্রতিহত করেন। অব্যাহত চেষ্টার পর ৮৭ মিনিটে সমতা আনে। বক্সের বামপ্রান্ত থেকে গৌরবের শট জালে জড়ায় (১-১)। ম্যাচ সেরা গৌরবের হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন।
দু’দলে যারা খেলেছেন-
কাস্টমস ক্লাব: শিমুল, জনি, কাবিল, সায়মন, শান্ত (রতন), ফ্রাঙ্ক, এলিটা কিংসলে, ইমন (মিতুন), মিলন, মোস্তফা, জুয়েল।
কোয়ালিটি স্পোর্টস: সাইফুল, হায়দার, জিয়ান এরিক, মাজিদুল, গৌরব, জসীম (রিমন), অভি, লেখান জসুয়া, অনিক, ইকবাল, কবির। রেফারি: শরিফুজ্জামান খান টিপু। আজকের খেলা-শতদল:মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (২টা ১৫), চসিক একাদশ:ব্রাদার্স (বিকেল ৩টা ৪৫)।