পৃথিবীজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সম্প্রতি বিদেশ থেকে আসা লোকজনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার কথা বলছে সরকার। চট্টগ্রামে সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে প্রবাসীদের বাড়ি বাড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে হোম কোয়ারেন্টিন মেনে চলার অনুরোধসহ কোয়ারেন্টিন না মানা প্রবাসীদের নিয়মিত জরিমানা করছে জেলা প্রশাসন।
গতকাল রবিবার জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন নিজেই প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা লোকজনের খবর নেন। দুপুর ১২টা থেকে খুলশীর বিভিন্ন এলাকায় কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের
বাসায় যান তিনি।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, সকালে আগ্রাবাদ এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা দেওয়ার পর দুপুরে খুলশী এলাকায় যান ডিসি স্যার। তিনি জানান, ডিসি স্যার খুলশীর বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসী এবং বিদেশি নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নেন। সবাই হোম কোয়ারেন্টিন পালন করছেন কী না- তা তদারকি করেন।
জেলা প্রশাসকের স্টাফ অফিসার মাসুদুর রহমান জানান, প্রবাসীদের হোম কোয়ারেন্টিন পর্যালোচনার পাশাপাশি আগ্রাবাদ মুহুরীপাড়া এলাকায় প্রায় ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেন ডিসি স্যার। এর মধ্যে একটি পরিবারকে ১০ কেজি চাউল, ২ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার তেল এবং আধাকেজি নুডলসসহ ১৬ কেজি ৫০০ গ্রামের একটি প্যাকেট জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
হোম কোয়ারেন্টিন পর্যালোচনা, জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা বিতরণ ছাড়াও রবিবার কয়েকটি বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কী না- তা তদারকি করেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। খবর বাংলানিউজের