কোয়ারেন্টিনে থাকাদের জন্য সেনাবাহিনীর উপহার

47

টানা ছুটির প্রথম দিন থেকেই রাঙামাটি পুরো ফাঁকা হয়ে এসেছে। প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাসায় ফেরত পাঠাচ্ছে। রাঙামাটিতে হোম কোয়ারেন্টিনে থাকা মানুষদের কাছে ফলমূল পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হোম কোয়ারেন্টিনে থাকা ১১২ ব্যক্তির কষ্ট লাগবে রাঙামাটি রিজিয়ন থেকে এই শুভেচ্ছা উপহার দেওয়া হচ্ছে বলে জানানো হয় সেনাবাহিনী থেকে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি শহর ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী সকাল থেকেই বিভিন্ন এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করছে। এছাড়া সামাজিক দূরত্ব সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসনসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন বলেন, আমরা তবলছড়ি বাজারে অপ্রয়োজনে লোকজন ভিড় করছে কিনা ও যেসব দোকান বন্ধ রাখার কথা ছিল সেগুলো বন্ধ আছে কিনা তা তদারকি করেছি।