মিরসরাইয়ে কোয়ারেন্টাইন অমান্য করায় তিন প্রবাসীকে জরিমানা করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। গতকাল শুক্রবার উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর, করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার ও মিরসরাই পৌরসভার গোভানিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এই অর্থদন্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর এলাকায় একজন ওমান থেকে এসে বৃহস্পতিবার বিয়ে করেন। শুক্রবার বৌভাত অনুষ্ঠানের কথা ছিল তা বন্ধ করে দিয়েছি এবং কোয়ারেন্টাইন না মানায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যজন ব্রাজিল থেকে এসে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করার খবর পেয়ে দ্রুত ছুটে যাই। তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এছাড়া মিরসরাই পৌরসভাস্থ গোভানিয়ার ওমান প্রবাসী একজনকে হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাজারে যাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা ও কঠোর সতর্ক করা হয়। এসময় স্থানীয় জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করা হয়।