করোনা ভাইরাসের ধাক্কা এবার লাগলো স্প্যানিশ লা লিগায়। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। ফলে স্থগিত রাখতে হবে কমপক্ষে দুই রাউন্ডের ম্যাচ। রিয়াল মাদ্রিদের একজন বাস্কেটবল খেলোয়াড় করোনা পজেটিভ হিসেবে ধরা পড়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই খেলোয়াড় লা লিগার ক্লাবটিতেই অনুশীলন সুবিধা নিতেন। আগামী মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামার কথা রিয়াল মাদ্রিদের। এমন সময়ে হঠাৎ বিপদে জিনেদিন জিদানের দল। আপাতত ক্লাবের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের শুক্রবার এইবারের বিপক্ষে মাঠে নামার কথা ছিল। এই ম্যাচের সব কার্যক্রম বাতিল করা হয়েছে। লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, কোয়ারেন্টাইন শেষ হবার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।