সম্প্রতি জার্মানি থেকে ভারতে এসেছেন ধাওয়ান। সরকারের নির্দেশে চলে গেছেন কোয়ারেন্টাইনে। সোশ্যাল সাইটে একটা ভিডিও পোস্ট করে ধাওয়ান জানান তার অভিজ্ঞতার কথা। তিনি বলেন, ‘শহর থেকে ৭০ কিলোমিটার দূরে সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পুরো বিল্ডিং জীবাণুমুক্ত করা হয়েছে। দিল্লি পুলিশ, মন্ত্রী-সবাই এখানে আছেন এবং নিজেদের কাজ পরিপূর্ণভাবে পালন করছেন।’ ভিডিওতে ধাওয়ান আরও বলেছেন, ‘করোনা সংক্রমণের এই অবস্থায় দেশে ফেরা নিয়ে ভয়ে ছিলেন। কিন্তু দেশে এসে দেখেছেন সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনের অবস্থা বেশ সন্তোষজনক।’
তিন বলেন, ‘সবাইকে আলাদা রুম দেওয়া হয়েছে। খাওয়ার পানি, সুস্বাদু খাবার, নতুন স্যান্ডেল, মশা তাড়ানোর ওষুধ দেওয়া হয়েছে। অন্যান্য সব প্রয়োজনীয় ব্যবস্থাই আছে। সরকার সব ব্যবস্থাই করেছে।’