কোস্ট গার্ড ও বোট মালিকদের সচেতনতামূলক সভা

71

গত ১২ অক্টোবর শনিবার সকাল ১১টায় সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতি চট্টগ্রাম, জেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে চাকতাই নতুন ফ্রিশারীঘাটে নূর হোসেনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সামুদ্রিক মৎস্য আহরণকারী ও বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুল সরকার। তিনি বলেন, ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, কেনা বেচা ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ২২ দিন সাগরে মাছ ধরা বন্ধ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং আগামীতে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষিধাজ্ঞা প্রত্যাহার করলে কৃতজ্ঞ থাকবো। সে মোতাবেক আমরা ইলিশ মাছ ধরতে পারছি না। প্রথম দফায় প্রতিবছর অক্টোবর মাসের ২২ দিন দেশের সব নদ-নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তিনি আরো বলেন, ইংরেজি সনের ক্ষেত্রে এটি অক্টোবর মাস হলেও বাংলা মূলত আশ্বিন মাস। আশ্বিনের ভরা পূর্ণিমায় ইলিশ ডিম ছাড়ে। পরিপক্ক ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে দেশের মিঠাপানির নদীতে চলে আসে। এ সময় মৎস্য মন্ত্রণালয়, কোস্টগার্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে নদীতে অভিযান পরিচালনাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আলী সরকার, দেলায়ার হোসেন, কামাল উদ্দিন, জসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, মো. রাশেদুল ইসলাম, মো. কিবরিয়া, প্রমুখ। বিজ্ঞপ্তি