পটিয়া প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-২ মোহাম্মদ আকবর।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের সব সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাবুল দে, ইউপি সদস্য মুহাম্মদ শফিউল বশর, মো. জাফর, মো. দিদারুল আলম, ফারজানা হক, চন্দন চৌধুরী, মিসেস ফাতেমা বেগম, মোহাম্মদ করিম, শাহজাহান, মিসেস হাসনারা বেগম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আকবর ইউনিয়ন পরিষদের আর্থিক বিষয়সহ সব কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন বলে জানা গেছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যূত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা মাহবুবুল হক চৌধুরী জনরোষের ভয়ে আত্মগোপনে চলে যান। গত ২২ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার শাখার আদেশে পটিয়া উপজেলাধীন ৪নং কোলাগাঁও ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার জন্য পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত মো. আকবরকে দায়িত্ব দেন। একই সাথে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয় তার উপর। আকবর কোলাগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হন।