কোরবানীগঞ্জে নবজাগ্রত মঙ্গলদীপ সংঘের পুরস্কার বিতরণ

1

নগরীর কোরবানীগঞ্জে নবজাগ্রত মঙ্গলদীপ সংঘের (এনএমএস) উদ্যোগে বাণী অর্চনা উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ধর্মসম্মেলন ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চন্ডীতীর্থ মেধস আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের আজীবন সদস্য বরুণ হাজারী। প্রধান বক্তা ছিলেন লায়ন প্রদীপ চক্রবর্তী। সংবর্ধিত অতিথি ছিলেন অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ দে, সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর, অনিল আচার্য্য, রূপন চক্রবর্তী জনি, লিটন দাশগুপ্ত, মিশু তালুকদার, চন্দন দাশ। বক্তব্য দেন বাণী অর্চনা উদ্যাপন পরিষদের সভাপতি তুর্জয় দাশ, সাধারণ সম্পাদক বিজয় দত্ত, অর্থ সম্পাদক উল্লাস দাশ। আরো উপস্থিত ছিলেন হৃদয় দে, মুন্না দত্ত, সবুজ দত্ত, তুষার দেব প্রমুখ। অতিথিবৃন্দ চিত্রাংকন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শেষে অতিথিবৃন্দ নবজাগ্রত মঙ্গলদীপ সংঘ পরিচালিত এনএমএস সাংস্কৃতিক শিক্ষা নিকেতন উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি