কোরআন-হাদিসের মাহাত্ম্য অনুধাবন করে সুস্থ সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব

1

চট্টগ্রাম নেছারিয়া কামিল এম এ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ইসলামী জীবন বিধানে কুরআনে হাকীমের পরপরই হাদীসের স্থান। কুরআন মজীদের শিক্ষা ও নির্দেশসমূহ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করার জন্য রাসুল (স.) যে পন্থা অবলম্বন করেছেন, তা হচ্ছে হাদীস। সুতরাং কোরআন-হাদিসের যথার্থ চর্চা ও মাহাত্ম্য অনুধাবন করা গেলে জাতীয় জীবনে একটি সুন্দর, সুস্থ সমাজ প্রতিষ্ঠা অধিকতর সম্ভব। বহুমূখী সেবাধর্মী সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) এর উদ্যোগে মহান ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে প্রতি বছরের ন্যায় গত ৩০ সেপ্টেম্বর নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত ১২তম পবিত্র দরসুল হাদিস মাহফিলে হাদিস বিশারদগণ উপরোক্ত মন্তব্য করেন। সংস্থার চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান দরসকারী হিসেবে দরস পেশ করেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। অন্যান্যদের মধ্যে দরস পেশ করেন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, আল্লামা এনামুল হক সিকদার। আল্লামা আশিকুর রহমান আলকাদেরী, শাহজাদা এরশাদ সোলাইমান ঈসাপুরী আল মাইজভাÐারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন স ম হামেদ হোসাইন। মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ এম ওয়াহেদ মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন মোহাম্মদ রফিক কোম্পানি, আলহাজ মাওলানা ছালেহ আহমদ আনছারী, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ মাওলানা কাজী আব্দুল হান্নান, মাওলানা শফিকুল ইসলাম আসসাঈদী, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, অধ্যক্ষ মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, মাওলানা আবদুল আজিজ রেজভী, অধ্যক্ষ মাওলানা সেলিম উদ্দীন আনোয়ারী, অধ্যক্ষ আল্লামা হেলাল উদ্দীন আলকাদেরী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যাপক মাওলানা স ম শহিদুল হক ফারুকী, মাওলানা শাকের আহমদ চৌধুরী, মাস্টার আবুল হোসেন, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা ছৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, মোহাম্মদ জসিম উদ্দীন, অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা, আলহাজ্ব মাওলানা জানে আলম নেজামী, ডি আই এম জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, উপাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা সেলিম উদ্দীন আনোয়ারী, মাওলানা শফিউল আজম, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা সোলাইমান আনসারী, মাওলানা মহিউদ্দিন তাহেরী নক্সবন্দী, মাওলানা নাজিম উদ্দীন নূরী, মাওলানা সিদ্দিক আকবর মেহেরী, মাওলানা সানাউল্লাহ শিবলী, মাওলানা মিনহাজ উদ্দীন, পীরজাদা কাজী এরশাদ উল্লাহ রজায়ী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, কাজী আহসানুল আলম, এস এম আবু সাদেক ছিটু, প্রমূখ। বিজ্ঞপ্তি