কোয়েপাড়া জগৎ চন্দ্র সেন কৃষি ও শিল্প উচ্চ বিদ্যালয়ে সমাবেশ

1

রাউজান প্রতিনিধি

‘শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’ স্লোগাানে অভিভাবক সমাবেশ করেছে চট্টগ্রামের রাউজান কোয়েপাড়া জগৎ চন্দ্র সেন কৃষি ও শিল্প উচ্চ বিদ্যালয়। গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মফিজ উদ্দিন ইমন। প্রধান বক্তা ছিলেন স্যার আশুতোষ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. সিরাজুল আরেফিন চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি নাথের সভাপতিত্বে ও শিক্ষক বেলফুল পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী অরনিন্দম সেনগুপ্ত বাবু, বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল কাশেম রানা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. আজিম উদ্দিন চৌধুরী, বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক কেশব চক্রবর্তী, মোরেল বড়ুয়া, জাকির হোসাইন. মো. আবু বক্কর, লতা বড়য়া, শামীম উদ্দিন, হাবীবা আকতার, সুফিয়া ফাতেমা, মো. হারুন রশীদ, মোঃ আরিফুর রহমান।