উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করে কোয়ালিটি স্পোর্টস ক্লাব বনাম সিএনবি একাদশ। টসে জিতে কোয়ালিটি স্পোর্টস ক্লাব নির্ধারিত ২০ ওভারের ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে কাজী কামরুল ইসলাম ৬৪ (৩৭) এবং আলভী ৩৮ (২৭) রান করেন। ১৭৫ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে সিএনবি একাদশ তাদের সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান করতে সক্ষম হয়। রিয়াজ সর্বোচ্চ ৫৫ রানে একটি ইনিংস খেলেন। কোয়ালিটি স্পোর্টস ক্লাবের কাজী কামরুল চার ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ৫ উইকেট লাভ করেন।
ম্যান অফ দা ফাইনাল নির্বাচিত হয় কাজী কামরুল ইসলাম।
সেরা বোলার জুনায়েদ ফাহিম (কোয়ালিটি স্পোর্টস ক্লাব)।
সেরা ব্যাটসম্যান নাজমুল কবীর মাহবুব (সিএনবি একাদশ)।
ম্যান অফ দা সিরিজ কাজী কামরুল ইসলাম (কোয়ালিটি স্পোর্টস ক্লাব)।
চ্যাম্পিয়ন কোয়ালিটি স্পোর্টস ক্লাব।
অনূর্ধ্ব ১৮ টুর্নামেন্টের ফাইনালে মোকাবেলা করে বেসিক ক্রিকেট একাডেমি বনাম বন্দর ক্রিকেট একাডেমী। প্রথম ব্যাটিং করে বন্দর ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২৭ রান করতে সক্ষম হয়। দলের হইয়া ফাহাদ সর্বোচ্চ ২৮ রান করে জবাবে ব্যাটিং করতে নেমে বেসিক ক্রিকেট একাডেমী নয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেন। ম্যান অফ দা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেন আদিল (বেসিক ক্রিকেট একাডেমি )। উক্ত টুর্নামেন্টের সেরা বলার হওয়ার গৌরব অর্জন করে ইমতিয়াজ (কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট একাডেমি)। সেরা ব্যাটসম্যান হওয়ার গৌরব অর্জন করেন আলভী (ইয়থ একাডেমি )। ম্যান অফ দা সিরিজ হওয়ার গৌরব অর্জন করে হামজা মোহাম্মদ তামিম (বেসিক ক্রিকেট একাডেমি)।