ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেছেন, বিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা জাতীয়তাবাদী শক্তি একযোগে উনিশ দফা, একত্রিশ দফার সমন্বয়ে যদি নিরলসভাবে কাজ করি, তবে দেশ-বিদেশের কোন শক্তিই নির্বাচনে বিএনপিকে পরাজিত করতে পারবে না। ২১ মার্চ বিকাল ৩টায় নগরীর বাদুরতলা বড় গ্যারেজের সামনে সিএনজি মাঠে চারশ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোজ্জাম হোসেন ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত হোসেন চৌধুরী রুবেল, আব্দুল আল মামুন, বিএনপি নেতা রাজু মিয়া, মঞ্জুর আলম, আবু আহমদ, গোলাম মনছুর, ফৌজূল করিম রকিব, আবদুল মালেক, মহল্লার নেতা মো. ফেরদৌস, হারুনুর রশিদ জাসেদ, আনোয়ার পারভেজ, রাশেদ, এরশাদ, সরোয়ার, দিদারুল ইসলাম, যুবদল নেতা শেখ রাসেল, স্বেচ্ছাসেবক দলের নেতা মহসিন কবির আপেল, আমিনুল ইসলাম বাবু, শেখ মেহেদী প্রমুখ নেতৃবৃন্দ। পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদুল আলম খসরু’র সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আনোয়ারুল আলম। ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি